আবারো আজীবন প্রেসিডেন্ট থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে একটি ভিডিও প্রকাশ করে তিনি এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।ট্রাম্প গতকাল রোববার ওই ভিডিও প্রকাশ করে তার ক্যাপশনে লিখেছেন, এই ভিডিও কখনো পুরনো হবে না। ট্রাম্প এর আগেও দুই বার একই ভিডিও প্রকাশ করেছিলেন।খবরে বলা হয়েছে, ভিডিওটির সঙ্গে নিজের পুরনো আরেকটি টুইটার বার্তা পুনঃপ্রকাশ করেন ট্রাম্প। যে বার্তায় তিনি একজন বিশ্লেষকের বক্তব্য তুলে ধরেছিলেন।
ওই বিশ্লেষক বলেছিলেন, ‘অন্য সব প্রেসিডেন্টের চেয়ে এই প্রেসিডেন্ট বেশি কাজ করেছেন।’এর পর মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘তিনি (বিশ্লেষক) সম্পূর্ণ সত্য বলেছেন।’
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশটির শতকরা ৬০ ভাগ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের কাজে অসন্তুষ্ট। অথচ তিনি আজীবন প্রেসিডেন্ট থাকতে চান।তাছাড়া আমেরিকার চিকিৎসকরা বহুবার ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের ভয়াবহ অবস্থা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। উল্টোপাল্টা বক্তব্য, নির্দেশ, বিতর্কিত কাজকর্ম,অশালীন ও অভদ্র আচরণের কারণে আমেরিকার বহু মানুষ ট্রাম্পকে সেদেশের প্রেসিডেন্টের যোগ্যই মনে করেন না।
Development by: webnewsdesign.com