জগন্নাথপুরে জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ১০

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০ | ৮:৩৪ অপরাহ্ণ

জগন্নাথপুরে জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ১০
apps

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর (অপাসাধু) গ্রামের পরিত্যাক্ত ঘরে জোয়ার আসর থেকে পুলিশ ১০জনকে গ্রেফতার করে। এ সময় অন্যান্য জোয়াড়ি ঘর ভেঙ্গে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত জোয়াড়িরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে বদরুল হোসেন (৩৭), একই গ্রামের আসাব মিয়ার ছেলে আক্কল মিয়া (২৫), অনন্তগোলাম আলীপুর গ্রামের তারিফ উল্লাহর ছেলে জুনু মিয়া (২৫), ওছরত উল্লাহর ছেলে লেবু মিয়া (৪০),

 

বাগময়না গ্রামের রফু মিয়ার ছেলে জুলহাস মিয়া (৩২), একই গ্রামের আব্দুল হাসিমের ছেলে লিটন মিয়া (৪৮), ইসলামপুর গ্রামের মৃত রাশিদ উল্লাহর ছেলে আব্দুল আহাদ জান্টু (৪৫), একই গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩২), নারিকেলতলা গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৪০), একই গ্রামের সুধন সরকারের ছেলে নিরঞ্জন সরকার(৩৫)।

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানীঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর (অপাসাধু) গ্রামের সাজেদা খাতুনের পরিত্যাক্ত ঘরে রেজাক মিয়ার ছেলে জাহাঙ্গীরের নেতৃত্বে প্রায় সময় জুয়ার আসর বসে। সোমবার রাত্রীকালীন রন পাহারা ডিউটিতে দায়িত্বরত এসআই অনুজ কুমার দাশের নেতৃত্ব

একদল পুলিশ জুয়ার আসরে হানা দিলে উপরোক্ত ১০জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় অন্যান্য ৬-৭ জুয়াড়ি ঘরের পিছন দিয়ে টিনের বেড়া ভেঙ্গে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ জানান, গ্রেফতারকৃত জুয়াড়িদের আজ মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Development by: webnewsdesign.com