সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদ, নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী ও সহকারী কমিশনার (ভুমি) মুনতাসির হাসানের নেতৃত্বে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের সহযোগীতায় যাদুকাটা নদীর গাঘটিয়া ও পাঠানপাড়া খেয়াঘাট এলাকায় দুইটি শেইভ মিশিন পুড়ানো, একটি টিনশেড ঘর ও পাঁচটি পাথর ভাঙার ক্রাশার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানিয়েছেন, সারা দেশে আজ একই সময়ে নদ, নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে তাহিরপুরেও অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সকল নদী তীরে অবৈধভাবে গড়ে সকল স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com