কবিতা : স্বাধীন বাংলা দেশ

শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ | ৭:৪৮ অপরাহ্ণ

কবিতা : স্বাধীন বাংলা দেশ
apps

তুমি সবুজ শ্যামলে কত না বেশ,
হে স্বাধীন বাংলা দেশ।
তুমি যে তেরো শত নদীর দেশ
তুমি মুগ্ধ করেছো আমায়।

ত্রিশ লক্ষ শহিদের প্র‍ানে কেনা হে বাংলা তোমায়।
তোমার শহিদ সন্তানেরা রয়েছে তোমার কোলে।
তারা যায়নিত মা তোমায় ফেলে।
তুমি যে রানী নামে গন্য,
হে বাংলা তুমি যে চির ধন্যা।

রয়েছে তোমার কোলে বঙ্গ সন্তান
শেখ মজিবুর রহমান।
হে বাংলা তোমাকে স্বাধীন করতে সেও দিয়েছে প্রাণ।
তোমার প্রতি তার অডেল অবদান।

তুমি আজ মধ্যম আয়ের দেশ
তুমি যে বঙ্গবন্ধুর স্বপনের বাংলা দেশ।
তুমি আজ শেখ হাসিনার রোল মডেল সোনার বাংলা দেশ।

Development by: webnewsdesign.com