প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সহধর্মিনী, সমাজসেবী সেলিনা মোমেন। রবিবার সকালে হাফিজ কমপ্লেক্সে তিনি মহিলা অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।
এসময় তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। নারীদের পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকার নারীদের স্বাবলম্বী করতে অনেক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ আমাদেরকে কাজে লাগাতে হবে।
সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ।
Development by: webnewsdesign.com