প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয়: আলম খান মুক্তি

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | ৭:৩৫ অপরাহ্ণ

প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয়: আলম খান মুক্তি
apps

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন-প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয়, তাদেরও রয়েছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার।

অটিজম কোনো ব্যাধি নয়, জন্মগত কিছু অসুবিধা। প্রতিটি মানুষেরই জন্মগতভাবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। অটিস্টিকসহ সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরাও এ মর্যাদা ভোগের সমান অধিকার রাখে। সমাজের সচেতন ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য এদের প্রতি সহানুভূতিশীল হওয়া। অবজ্ঞা না করে এদের আপন করে নেওয়া। তিনি আরো বলেন, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গত কয়েক বছরে দেশে অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে।

তিনি সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় বাংলাাদেশ আওয়ামী লীগের সভাপতি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর যুবলীগ আওয়াজিত নগরীর কুমারপাড়াস্থ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের দৃষ্টিপ্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, অটিস্টিক শিশুরা আমাদের দেশের সম্পদ। তাদের শুধু পড়ালেখাই যথেষ্ট নয়, শিশুদের ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ারও প্রয়োজন আছে। তাদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকশিত হতে হবে। তাদের একটি সুন্দর জীবন গড়ে তুলতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনিসউজ্জামান আনিস, ফাইয়াজ খান সলিট, মেহেদী কাবুল, আরাফাত খান ইয়ামিন, দিলোয়ার হোসেন দিলাল, রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, আবিদুর রহমান শিপলু, আজাদুর রহমান চঞ্চল, আবুল হোসেন, ইমামুর রহমান লিটন, লাহিন আহমদ, আব্দুর রব সায়েম, জাকির আহমদ, সুলতান মাহমুদ সাজু, দেওয়ান মুরাদ হাসান, এম. ইলিয়াছি দিনার, আফজল হোসেন, হাফিজুর রহমান, রুপম আহমদ, হোসেন আহমদ বাবু, তারেক আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম সুহেল, উবায়েদ বিন বাছিত সুমন, টিটু চৌধুরী, আব্বাস আহমদ, রুহুল আমিন, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আল মুমিন, রবিন আহমদ অপু, আবির হাসান রানা, জামাল আহমদ, জাবেদ আহমদ, এড. আকবর, এড. কাসেম, নাজমুল ইসলাম চৌধুরী, কামরানুল হক শিপু, আক্তার হোসেন, জাহেদ আহমদ, রিপন কোরেশী, ফাহিমুজ্জামান টিপু, কবির আহমদ, আব্দুল কাদির ইমন, আব্দুল কাদির সেলিম, ইসলাহ উদ্দিন বাবলু, ইব্রাহিম খান সাদেক, সেলিম উদ্দিন, আজহার উদ্দিন সিজিল, নাজিম উদ্দিন রাজন, শামিম আহমদ, আমিনুল ইসলাম আমিন, সাইদুর রহমান, মাছুম আহমদ, মঞ্জুর আহমদ, জুবের আহমদ, আজাদ উদ্দিন, আখতার হোসেন, দিদারুল আলম দিদার, সাবেল আহমদ, পাঠান মুর্শেদ খান, আকিল আহমদ, কবির আহমদ, ইব্রাহিম আহমদ জেসি, সাদিকুর রহমান সোহাগ, শাহীন আহমদ রুবেল, শিতাব আলী, জুয়েল আহমদ, শেখ মোহাম্মদ জুয়েল, হানিফ খান, ফয়ছল কাদির পাওয়েল, সুমন ইসলাম খান, আবু নাইম আজাদ টিপু, ইশতিয়াক আহমদ পিন্টু, আলী আহমদ মাহিন, মহানগর ছাত্রলীগ নেতা অমিত জিৎ, জুনায়েদ আল হাবীব, এইচ.আর সুলতান, দেবাশিষ দেবা প্রমুখ।

Development by: webnewsdesign.com