পাঁচবিবিতে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা আজ বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারওয়ার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথি সমাজসেবা কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা নূর-এ শেফা, সমবায় কর্মকর্তা লুৎফুল কবীর সিদ্দিকী ও বন্ধনের পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব প্রমুখ। সভার পূর্বে ১টি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে। শেষে শীর্তার্ত দরিদ্র মানুষের মাছে ৬শ কম্বল বিতরণ করা হয়।
Development by: webnewsdesign.com