নরসিংদীর ঘোড়াশালে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৫৬ অপরাহ্ণ

নরসিংদীর ঘোড়াশালে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত
apps

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বর্ণাঢ্য আয়োজনে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার [ ৫ ফেব্রুয়ারি ] সন্ধ্যায় ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল ইসলামের উদ্যোগে এ পিঠা উৎসব আয়োজন করা হয়।

 

 

 

এসময় উপস্থিত অনুষ্ঠানে ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা মহিলালীগের সভাপতি আফরোজা দিলীপ, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

 

এই উৎসবে বিভিন্ন স্টলে হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন দোকানীরা। রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। সেই সাথে পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা, মেরা পিঠাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের মজাদার পিঠা ভোজনে সবাই আনন্দ উৎসবে মেতে উঠেন।

Development by: webnewsdesign.com