সুযোগ নেই ফরেনসিকে আলামত পরীক্ষার ফল প্রভাবিত করার: আইজিপি

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫১ অপরাহ্ণ

সুযোগ নেই ফরেনসিকে আলামত পরীক্ষার ফল প্রভাবিত করার: আইজিপি
apps

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে আলামত পরীক্ষায় প্রাপ্ত ফলাফল প্রভাবিত করার সুযোগ নেই বলে জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, আলামত পরীক্ষাগারে নানা প্রক্রিয়ায় পরীক্ষা করা হয়। যার ফলাফল সফটওয়্যারের ভিত্তিতে হয়ে থাকে। তাই আলামত পরীক্ষার ফলাফল প্রভাবিত করার কোন সুযোগ নেই। সোমবার রাজশাহী পুলিশ লাইন্সে স্থাপিত সিআইডি’র ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করেন আইজিপি। উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আজ থেকেই এর কার্যক্রম শুরু করা হলো। এই ফরেনসিক ল্যাবের ফলাফল হচ্ছে কম্পিউটার নির্ভর।

 

ফলাফলগুলো কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়। এখানে মানুষের মাধ্যমে ফলাফল সংশোধন বা পরিবর্তনের কোনো সুযোগ নেই। ”ফরেনসিক ল্যাবের পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই অপরাধী শনাক্তসহ ক্লু-লেস মামলার রহস্য উন্মোচন করা যাবে। ফলে এখন থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সব ফরেনসিক পরীক্ষা এখানেই করা হবে।

 

এজন্য আর আগের মত ঢাকায় ছুটোছুটি করতে হবে না।” তিনি আরও বলেন, ডিএনএ এবং ডিজিটাল আলামত ব্যতিত রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন মামলার আলামত পরীক্ষা শেষে এখান থেকে বিশেষজ্ঞ মতামত প্রদান করা হবে। ফলে আলামতের গুণগত মান রক্ষার পাশাপাশি দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে। রাজশাহীতে দেশের তৃতীয় ল্যাব স্থাপন করা হলো। পরবর্তীতে খুলনাসহ সব বিভাগীয় শহরে এ ধরনের পরীক্ষাগার স্থাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিআইডি প্রধান পুলিশের অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবীর, সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম, রাজশাহী সিআইডির পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার রহমান, জেলা পুলিশের এসপি মো. শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ/জে এর আগে আইজিপি শহীদ পুলিশ সদস্যদের গণকবর ও স্মৃতিস্তম্ভ এবং রাজশাহী জেলা পুলিশের নির্মিতব্য পুলিশ অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিকালে মহাপুলিশ পরিদর্শক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।

Development by: webnewsdesign.com