ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে রাজধানীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। হরতালে এখন পর্যন্ত কোনো গণ্ডগোলের খবর পাওয়া যায়নি।
তবে রাজধানীর সব অংশেই যানবাহন চলাচল করছে। বাস, লেগুনা, রিক্সাসহ সকল ধরণের যানবাহন চলাচলের মাধ্যমে রাজধানীবাসী কর্মমুখর এক দিন শুরু করেছে।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য রাস্তায় টহল দিচ্ছে। গতকালের ঘোষণা অনুযায়ী আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় শুরু হয়েছে হরতাল। যা চলবে সন্ধ্যা ৬ টা।
হরতালেও যানবাহন চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সে অনুযায়ী আজ সকালে রাজধানীতে বিভিন্ন রুটে মিনিবাস চলাচল করতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা কম ছিল।
গতকাল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দুই মেয়রপ্রার্থী মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারী হিসাবে জয়ী হয়েছেন।
এর পরই গতকাল রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার দুই সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে রবিবার রাজধানীতে সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল আহবান করেন। হরতালকে সমর্থন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও।
Development by: webnewsdesign.com