ঢাবিতে সহিংসতা, ছাত্রদলের ১১৩ জনের নামে মামলা

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৫৮ অপরাহ্ণ

ঢাবিতে সহিংসতা, ছাত্রদলের ১১৩ জনের নামে মামলা
apps

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিএনপির ডাকা হরতালে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা হয়েছে। এতে ১১৩ ছাত্রদলের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি শাহবাগ থানার এসআই এ কে এম নিয়াজউদ্দিন মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হাসান দৈনিক মানবকণ্ঠকে বলেন, ‘গাড়ি ভাঙচুর করার অভিযোগে ছাত্রদলের ১১৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানার এসআই এ কে এম নিয়াজউদ্দিন মোল্লা বাদী হয়ে মামলাটি করেছেন।’

মামলার এজাহারে সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের সমর্থণে মিছিল বের করে। এ সময় বকসি বাজার, পলাশী মোড় থেকে লাঠিসোটাসহ অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জন মিছিল নিয়ে এসে রাস্তা বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। তখন পুলিশ সেখানে তাদের নিবৃত করতে উপস্থিত হলে তারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় পালিয়ে যাওয়ার সময় তারা একটি সিএনজি ভাঙচুর করে। এতে সিএনজি ড্রাইভার সোহাগ হাওলাদার গুরুতর জখম হন। এছাড়া ৮০ হাজার টাকার ক্ষতি হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধান করে এ ঘটনায় ছাত্রদলের নেতাদের সম্পৃক্ততা পাওয়া যায়।

মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমনউল্লাহ আমানসহ মোট ১১৩ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলায় অন্য আসামিরা হলেন— সাবেক ঢাবি ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার, আক্তার হোসেন, নাসির উদ্দিন নাসির, জহির উদ্দিন আহমেদ, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, সোহেল রানা, শাহজালাল শাওন, অলিউর রহমান জনি, আশিকুর রহমান, সজীব মজুমদার, এজাজুল কবির রুবেল, শরিফুল প্রধান শরীফ, কাজী শামসুল হুদা, মমিনুল ইসলাম জিসান, এস এম মাহমুদুল হাসান রনি, এনামুল হক এনাম, মাসুদুর রহমান মাসুদ, মোস্তাফিজুর রহমান, আবুল বাশার, মো. হাসানুর রহমান, মো. জসিম উদ্দিন মিয়া, মো. রাসেল, আব্দুল আল মাসুদ, আরিফুল ইসলাম, কামাল পাশা, আশরাফুল ইসলাম খান অনিক, সাফি ইসলাম, আবু সুফিয়ান, শিপন বিশ্বাস, আরিফ হোসেন, আরিফুল ইসলাম আরিফ, মশিউর রহমান মামুন, জিহাদুল ইসলাম রঞ্জু, লিটন এআর খান, আনোয়ার হোসেন, মো. হাসান, মোস্তাফিজুর রহমান রুবেল, সাবির হাসনাইন, বাইজিদ হোসাইন, মশিউর রহমান, মোহাব্বত আলী জয়, ফারুক হোসেন, এনায়েতুল্লাহ শরীফ, রোমান পাঠান, আনিসুর রহমান খন্দকার অনিক, তরিকুল ইসলাম তরিক, এস এম দিদারুল ইসলাম, নূরে আলম জিকু, গণেশচন্দ্র সাহস, আব্দুল জলিল আমিনুল, মোহাম্মদ আশরাফুল, মিরাজ হোসেন মিরাজ, মো. মাসুম বিল্লাহ, মো. রাসেল মিয়া, গোলাম মোহাম্মদ কিবরিয়া, মওদুদ আহমেদ মহিন, আফজাল হোসেন বাদশা, বাইজিদ হাসান, আব্দুল আল রিয়াদ, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, গাজী সাদ্দাম হোসেন, জাহিদ হাসান শাকিল, আব্দুর রহিম রনি, মিনহাজ আহমেদ পিন্স, নাসির উদ্দিন শাহন, কাউজার আহমেদ রুবেল, মাহমুদ কাজল, রাজু আহমেদ, সাইদুল ইসলাম, মো. ফিরোজ আলম, মো. আব্দুল মান্নান তালুকদার, সুপ্রিয় শান্ত, মির্জা ফয়সাল, নাজমুল সাকিব, মনিরুজ্জামান মামুন, মেহেদি হাসান রাজা, সোহেল রানা ওমর, ফারুক মামুন, কাইয়ুম আল হাসান, হাবিব আল রাকিব, আমানউল্লাহ আমান, এরশাদ মাহমুদ, মানসুরা আলম, মোসাদ্দেক হোসেন সৌরভ, নুরে আলম ইমন, মাহফুজুর রহমান, তৌহিদুল ইসলাম , মাহমুদুল্লাহ নিরব, সৈকত মোরশেদ, শাওন ইকবাল, বুরহানুদ্দিন খান সৈকত, কানেতা ইয়া লামলাম, মাহাতাব আহমেদ জিহান, হুসাইন আহমেদ সাদ্দাম, মো আল-আমিন, কামরুল হাসান খান, জসিম খান, ইমাম আল নাসির মিশুক, ফেরদৌস আলম, বিএম কাউসার, বজলুর রহমান বিজয়, ইউনুস পিন্টু, ফারহান মো আরিফুর রহমান, নাকিবুল ইসলাম চৌধুরী, মাসুদুর রহমান বাবু, নাসির উদ্দিন মঞ্জু, দ্বীন ইসলাম, শামীম আখতার শুভ, হাসিবুর রহমান আসিফ, মাহমুদুল হক মুন্না, মো. শাহাদাত হোসেন, মো. শাহিনুর রহমান সানি, তৌহিদুর রহমান তাজ ও তারেক হাসান মামুন।

Development by: webnewsdesign.com