পাক ড্রোনে বিএসএফ’র গুলি

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ | ১:২৫ অপরাহ্ণ

পাক ড্রোনে বিএসএফ’র গুলি
apps

ভারতের আকাশ সীমায় পাকিস্তানের ড্রোন ঢুকে পড়ায় গুলি ছুঁড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিএসএফ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের এক প্রতিবেদনে জানায়, সোমবার রাতে ভারত-পাকিস্তান সীমান্তের তেন্দিওয়ালা গ্রামে বিএসএফ’র শমস্কি পোস্টের কাছেই একটি ড্রোন উড়তে দেখা যায়। বিএসএফ জানিয়েছে, প্রথমবার কিছুক্ষণ আকাশে উড়েই পাকিস্তানের দিকে ফিরে যায় ড্রোনটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার ভারতের আকাশে দেখা যায় সেটিকে। তার পরেই গুলি চালাতে শুরু করেন বিএসএফ জওয়ানরা। তারপর আর সেটির দেখা মেলেনি।

সাথে সাথেই গোটা এলাকায় বিএসএফসহ নিরাপত্তার সঙ্গে যুক্ত সব সংস্থা ও বাহিনীকে সতর্ক করা হয়।

এর পর ভোর থেকে এলাকায় তল্লাশি শুরু করেন বিএসএফ জওয়ানরা। কিন্তু ড্রোনের ধ্বংসাবশেষ বা অন্য কোনও কিছু খুঁজে পাননি। ফলে সেটি গুলিতে ধ্বংস হয়েছে, নাকি পাকিস্তানেই ফিরে গিয়েছে, তা এখনও নিশ্চিত নন বিএসএফ কর্তারা।

Development by: webnewsdesign.com