পাকিস্তানের সাবেকরা উইকেট নিয়ে ক্ষুব্ধ

শনিবার, ২৫ জানুয়ারি ২০২০ | ৫:৩৪ অপরাহ্ণ

পাকিস্তানের সাবেকরা উইকেট নিয়ে ক্ষুব্ধ
apps

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে পাকিস্তান। বাংলাদেশ শুরুতে ১৪১ রান করলেও ঘাম ছুটে যায় স্বাগতিকদের। ভালো প্রতিযোগিতা হলেও পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক, রশিদ লতিফ এবং শোয়েব আক্তারের পছন্দ নয়নি লাহোরের উইকেট।

 

পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং দেশটির সদ্য সাবেক হওয়া প্রধান নির্বাচক ইনজামাল উল হক বলেন, ‘মানুষ টি-২০ ম্যাচ দেখতে আসে চার-ছয়ের জন্য। কিন্তু এখানে ১৪১ রানও বড় লক্ষ্য মনে হয়েছে। আমার কাছে তো এটাকে টি-২০ ম্যাচই মনে হয়নি। উইকেট হবে এমন যেখানে গড় রানই ১৯০ থেকে ২০০ হবে।’
পাকিস্তানের সাবেক তারকা এই ক্রিকেটার চলতি বছরের অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপের কথাও মনে করিয়ে দিলেন, ‘বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া ফ্লাট উইকেট তৈরি করছে। সেখানে বড় রান তাই সাধারণ ব্যাপার হবে। আমাদেরও সেভাবে প্রস্তুতি নেওয়া উচিত।’

 

 

 

 

রশিদ লতিফ বলেন, ‘শীতের মৌসুমে ভালো উইকেট বানানো কঠিন। সামনে আমাদের পিএসএল আসছে। সেখানেও উইকেট একই আচরণ করবে বলে মনে হচ্ছে। পিসিবি অবশ্য চেষ্টা করলে ১৬০ থেকে ১৭০ রান হয় এমন উইকেট বানাতে পারতো। আমি বলছি না দুইশ’ রানের উইকেট বানাতে হবে। কিন্তু আধুনিক টি-২০ ক্রিকেটের কথা চিন্তা করলে ১৪০ খুবই কম রান।’
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তারে ভাষায়, ‘দর্শক কম দেখে হতাশ হয়েছি। ম্যাচে অবশ্য তেমন মজা পাওয়া যায়নি। কারণ উইকেটটা নিম্নমানের ছিল। এখন দর্শকরা বড় রান দেখতে চায়। দুইশ’ রানের ইনিংস দেখতে চায়। তাছাড়া বলে গতি নেই, বাউন্স নেই, কিছুই নেই।’

Development by: webnewsdesign.com