পলাশবাড়ীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রচার প্রচারণায় এগিয়ে বিপ্লবের মোমবাতি

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৫২ অপরাহ্ণ

পলাশবাড়ীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রচার প্রচারণায় এগিয়ে বিপ্লবের মোমবাতি
apps

নাচ গান বাজনা, মুখে মুখে খাজনা প্রতিকের নামে জপাজপি মোমবাতি প্রতিকের প্রার্থী গোলাম সরোয়ার বিপ্লবের সমর্থকদের মুখে মুখে আনন্দের হাসি। আগামী ২৯ ফেব্রয়ারী সারাদিন শ্রমিক ইউনিয়নের নির্বাচন শ্রমিকদের মাঝে নির্বাচনী উৎসবের আমেজ ।

পোস্টার-প্যানা ও মোড়ে মোড়ে তোরণে ঢাকা পড়েছে গোটা পৌরশহর গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ:৪৯৪) কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৯ ফেব্রয়ারি । নির্বাচন কে ঘিরে শ্রমিকদের সহ নানা শ্রেনী পেশার মানুষের মাঝে উপ নির্বাচনের ন্যায় এ নির্বাচনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে।

সংগঠনটির এবারের সবচেয়ে আলোচিত পদ সাধারণ সম্পাদক পদ। এ পদে আবারো প্রতিদ্বন্দিতা করছেন পরপর দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। তার প্রতিক মোমবাতি তিনি গত দুবার মেমবাতি প্রতিক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শ্রমিকদের আপদে বিপদে পাশে দাড়িয়ে শ্রমিকনেতা হিসাবে সফলতা অর্জন করায় এবারের নির্বাচনে ব্যাপক ভোটে বিপ্লবের মোমবাতি মার্কা জয়ী করবেন বলে জানান শাখার নেতারা ও সাধারণ শ্রমিকরা। সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব যেখানেই যান মোমবাতির পক্ষের শ্রমিকগণের সেখানেই মৌ মাছির চাক লাগে। জমে উঠে নির্বাচনী উৎসবের আনন্দ।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব তিনি অতিতের ন্যায় শ্রমিকদের সাথে দেখা সাক্ষাৎ এর মধ্য দিয়ে নির্বাচনি কার্যক্রম চালিয়ে আসছেন। অত্র সংগঠনের পৃথক ১০ আঞ্চলিক শাখার বিপরীতে ভোটারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। পলাশবাড়ী, আমবাগান, সাদুল্যাপুরে, বকশিগঞ্জ, ঢোলভাঙ্গায়, মাঠেরহাটে ডাকঘড়ায়,ধাপেরহাট বন্দরসহ অন্যান্য শাখা কার্যালয়ে নির্বাচনি কার্যক্রম চালছে ব্যাপকভাবে শ্রমিকদের মুখে মুখে মোমবাতি। মোমবাতি মার্কার উৎসবে পরিনত হয়েছে এ সংগঠনটির ত্রি বার্ষিক নির্বাচন।

সংগঠনটির পলাশবাড়ীস্থ প্রধান কার্যালয়ের কার্যকরী কমিটির যথাক্রমে পৃথক ১৩ পদের বিপরীতে সড়ক সম্পাদক এবং সদস্য পদে ২ জন করেসহ ১৫ জন নেতা নির্বাচিত হবেন।তন্মধ্যে ধর্মীয় সম্পাদক একটি পদে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় ১২ পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।সব-কটি পদে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।সংগঠনের সাধারণ শ্রমিক সদস্য ভোটার ১৩২৪ জন।

অত্র সংগঠনের সাধারণ ভোটার ছাড়াও স্থানীয় সর্বস্তরের সচেতন মহল আগামী ২৯ ফেব্রয়ারী পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনের শেষ ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন ।

Development by: webnewsdesign.com