দিনাজপুরের হিলিতে পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবা পাচারকারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে সীমান্তের ঘনশ্যামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মুদি দোকানের সামনে থেকে ৩২ পিস ইয়াবাসহ মমিনুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
অন্যদিকে পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকে আটক করা হয়েছে। আটকদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com