সেন্ট মার্টিনসে পুলিশ ফাঁড়ি ও অফিসার্স মেস উদ্বোধন করলেন আইজিপি

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৫০ অপরাহ্ণ

সেন্ট মার্টিনসে পুলিশ ফাঁড়ি ও অফিসার্স মেস উদ্বোধন করলেন আইজিপি
apps

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী কক্সবাজারের সেন্ট মার্টিনস দ্বীপে নবনির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেছেন। গতকাল বুধবার দুপুরে তিনি দ্বীপের ডেইলপাড়া এলাকায় এ দুটি ভবনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন (বিপিএম-বার) ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেন্ট মার্টিনস দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ফাঁড়ি ও অফিসার্স মেস উদ্বোধন করা হয়েছে।

Development by: webnewsdesign.com