সিলেটের শাহপরাণ থানাধীন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে এসএমপির শাহপরাণ থানা এলাকা থেকে ওই অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসএমপি সিলেট এর শাহপরাণ থানাধীন পূর্ব কুশিঘাট সাকিনন্থ পুষ্টি ফুড কারখানা সংলগ্ন আল মাহাদী রেষ্টুরেন্ট এর উত্তর পাশে খালি জায়গা হতে ১টি বিদেশী এয়ারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব। উদ্ধারকৃত আলামত এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com