পাকিস্তানের সিন্ধু প্রদেশের পর এবার ভয়াবহ আকারে পাঞ্জাবে আক্রমণ করেছে মরুভূমির পঙ্গপাল। মাঠের ফসল একেবারে শেষ করে দিচ্ছে। তাই এই পঙ্গপালের আক্রমণ নির্মূল করতে জাতীয় পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে শুক্রবার আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা ও চারটি প্রদেশের সিনিয়র কর্মকর্তারা। বৈঠকে অনুমোদিত হয় ন্যাশনাল অ্যাকশন প্লান। এর অধীনে পঙ্গপালের এই আক্রমণ কাটিয়ে উঠছে প্রয়োজন ৭৩০ কোটি পাকিস্তানি রুপি। দেশে পঙ্গপালের প্রাদুর্ভাব জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ ও ফসলের ক্ষতি রোধে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন ইমরান খান।
২০১৯ সালের মার্চে পাকিস্তানে প্রথম পঙ্গপালের আক্রমণ হয়েছিল। পরে তা সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পখতুনখাওয়ায় কমপক্ষে ৯ লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে। ধ্বংস করে দেয় মাঠের ফসল, গাছের ফল। এতে কয়েক কোটি রুপির ক্ষতি হয়।
Development by: webnewsdesign.com