কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষ : আহত ৫

বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | ৬:০৯ অপরাহ্ণ

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষ : আহত ৫
apps

খালের পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকালে উপজেলার চালিতাতলা গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চালিতাতলা গ্রামটিতে কাক্কা মোল্যা গ্রুপ ও ইদ্রিস গাজী গ্রুপের মধ্যে দীর্ঘ দিন যাবত আধিপত্য বিস্তারের লড়াই চলে আসছে। ওইদিন সকাল ৮টার দিকে স্থানীয় চালিতাতলা খালের পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে গেলে দলনেতা ইদ্রিস গাজী (৬০) ও তার ছেলে আসলাম গাজী (৪০) ও রিফায়েত মোল্যাসহ অন্তত ৫ জন আহত হন।

কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.ইকরাম হোসেন বলেন,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com