পিঠে করে বাচ্চাদের পার করছে বাবা কুমির

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | ৫:১২ অপরাহ্ণ

পিঠে করে বাচ্চাদের পার করছে বাবা কুমির
apps

সম্প্রতি বাচ্চা পিঠে করে একটি কুমিরের নদী পার হওয়ার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ওই ছবিতে বাবা কুমিরকে পিঠে করে তার বাচ্চাদের পানির ঢেউ থেকে রক্ষা করে তীরে পৌঁছে নিয়ে যেতে দেখা গেছে।

এই বাবা কুমিরের দায়িত্বপালনের ঘটনা নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আইএফএস কর্মকর্তা প্রবীণ কাসওয়ান।

ওই ছবিটি শেয়ার করে ক্যাপশনে প্রবীণ কাসওয়ান লিখেছেন, সবচেয়ে সতর্ক এবং সেরা বাবা। ধৃতিমান মুখোপাধ্যায়ের তোলা ওই ছবিতে দেখা গেছে সন্তানদের নিয়ে চাম্বল নদী পার হচ্ছিল ওই কুমিরটি।

প্রবীণ কাসওয়ান আরও জানিয়েছে, আমাদের সংরক্ষণের চেষ্টাকে এই প্রজাতি বজায় রাখছে এভাবেই। আমরা যখন নদী সংরক্ষণের কথা বলি তখন আমরা এই প্রজাতির ভবিষ্যতের কথাও বলি।

এই ছবিটি অনেকেই টুইটারে শেয়ার করেছেন। লাইক করেছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। আর এতে মন্তব্য করেছেন এক হাজারেরও বেশি নেটিজেন। এই পোস্টে সবাই বাহবা দিয়ে কুমিরটিকে দায়িত্ববান বাবা হিসেবে বর্ণনা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, একজন দায়িত্বশীল বাবা … এই ছবিটি মানুষকে অনেক কিছু শেখাচ্ছে। অন্য একজন লিখেছেন, এই ছবিটি সত্যিই খুব সুন্দর।

Development by: webnewsdesign.com