জগন্নাথপুরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী মনসা দেবীর নৌকা পূজা

রবিবার, ২৬ জানুয়ারি ২০২০ | ৮:৩১ অপরাহ্ণ

জগন্নাথপুরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী মনসা দেবীর নৌকা পূজা
apps

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী মনসা দেবীর নৌকা পূজা শুরু হতে যাচ্ছে। এ পূজাকে ঘিরে প্রতি বছর ভক্তগণ সহ ধর্মবর্ণ নিবিশেষে সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয় উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রাম এলাকা। এবারো এ নৌকা পূজাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা দুরের আত্মীয়-স্বজনদের নিমন্ত্রন করছেন পূজায়। প্রতি বছরই পূজায় আত্মীয় সমাগম ঘটে থাকে। এছাড়া পূজাটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্তুতি নিচ্ছেন পূজা কমিটি। সব মিলিয়ে মনসা দেবীর নৌকা পূজাকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।
আগামী ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি ৩ দিন ব্যাপী আধুয়া গ্রামে ৮৯ তম নৌকা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এতে সবাইকে অংশ গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন পূজা কমিটির সভাপতি শ্রী বিমল কৃষ্ণ দেব ও সাধারণ সম্পাদক ডাঃ রনজিৎ দেব (শংকর)।

Development by: webnewsdesign.com