বড়লেখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ | ১২:৩৫ অপরাহ্ণ

বড়লেখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
apps

“মাদককে রুখবো,,”বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন,বড়লেখা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মৌলভী বাজারের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় র‌্যালী শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপত্বিতে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান র’ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেব আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফেরদৌসি আক্তার,উপজেলা কৃষকলীগ র’ সভাপতি আব্দুল লতিফ এস আই শরিফ উদ্দিন, দাসের বাজার ইউপি আওয়ামীলীগ র’ সাধারণ সম্পাদক ডা.স্বপন কুমার চক্তবর্তী প্রমুখ।

Development by: webnewsdesign.com