কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০ | ৬:০২ অপরাহ্ণ

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
apps

খালের পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে আহত আসলাম গাজী নামে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার সকালে উপজেলার চালিতাতলা গ্রামে বিবাদমান দুইগ্রুপের সংঘর্ষের আসলামসহ ৫ জন আহত হন। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় সে মারা যায়। আসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকা জুড়ে বিরাজ করছে আতংক ও উত্তেজনা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ওই গ্রামটিতে কাক্কা মোল্যা গ্রুপ ও ইদ্রিস গাজী গ্রুপের মধ্যে দীর্ঘ দিন যাবত আধিপত্য বিস্তারের লড়াই চলে আসছিল। ওইদিন সকাল ৮ টার দিকে স্থানীয় চালিতাতলা খালের পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে গেলে দলনেতা ইদ্রিস গাজী (৬০) ও তার ছেলে আসলাম গাজী (৪০) ও রিফায়েত মোল্যাসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে ইদ্রিস গাজী ও আসলাম গাজীকে খুমেক হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আসলাম গাজীর মৃত্যু হয়। রাতে আসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়ে। কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Development by: webnewsdesign.com