ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো : সেতুমন্ত্রী

রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯ | ১:০৭ অপরাহ্ণ

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো : সেতুমন্ত্রী
apps

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বি-পীয় সম্পর্ক খুব ভালো। এ সম্পর্কে কোনও টানাপড়েন সৃষ্টি হোক, সেটা আমরা চাই না।
রবিবার (১৫ ডিসেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১তম জাতীয় সম্মেলন সফল করতে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘এনআরসি’র বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেণ করছি। ভারত আমাদের প্রতিবেশি দেশ। একটা স্বার্বভৌম দেশ, স্বাধীন দেশ। তাদের সংসদে যেটা পাস হয় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এর প্রতিক্রিয়া কী হতে পারে, সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য দিয়ে ভারতের হাইকমিশনারের মাধ্যমে পাঠানো হয়েছে। যদি কোনও সমস্যা হয় তাহলে আমরা আলাপ আলোচনা করে সমাধান খুঁজে নেবো। ভারতের সঙ্গে আমাদের বাইলেটারাল আলোচনার সুযোগ আছে।’
আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন হতে যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক। কাদের জানান, সম্মেলনের জন্য মঞ্চ কমিটি ১৮ তারিখে মঞ্চ হস্তান্তর করবে। তিনি বলেন, ‘সারাদেশ থেকে লোক আসবে। সহযোগী সংগঠনের সম্মেলনের মধ্যে দিয়ে বুঝা গেছে উপস্থিত কত বেশি হবে। এটা ধারণা করে বলা যাচ্ছে না। মনে হচ্ছে,এই সম্মেলন স্মরণকালের সেরা হবে।’
কাদের বলেন, ‘এবার কমিটিতে মেজর কোনও পরিবর্তন হবে না। ৮১ সদস্য আছে, থাকবে। কিছু কিছু ছেটখাটো পরিবর্তন হবে। ঘোষণাপত্রে ছোটখাটো পরিবর্তন হবে বা সংযোগ বিয়োজন করা হতে পারে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উপকমিটির সভায় উপস্থিত ছিলেন— যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Development by: webnewsdesign.com