চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নব-নির্বাচিত কমিটি।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল তিনটায় সিইউজের শ্রদ্ধা নিবেদনের সময় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান উপস্থিত ছিলেন।
এ সময় সিইউজে নেতারা প্রত্যাশা করেন আগামী দিনগুলোতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামকে আরও জোরদার করবে।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি ও সিইউজের সাবেক সভাপতি শহীদ উল আলম, সিইউজের নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রেস ক্লাবের সহ-সভাপতি মঞ্জুর কাদের মঞ্জু, সিইউজের নব নির্বাচিত সহ-সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম-সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মহরম হোসাইন।
Development by: webnewsdesign.com