নড়াইলে বেওয়ারীস কুকুরের কামড়ে আহত ৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | ৭:২৬ অপরাহ্ণ

নড়াইলে বেওয়ারীস কুকুরের কামড়ে আহত ৪
apps

নড়াইলে বেড়েছে বেওয়ারীস কুকুরের সংখ্যা,খাদ্য অভাবে হয়ে ওঠেছে পাগলা। জেলার লোহাগড়া পৌর এলাকা ও বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশু সহ ২০-জন আহত হয়েছে। দিনের বেলায় হঠাৎ করে একটি পা*গলা কু’কুর পথচারীদের কামড়াতে শুরু করে।

কুকুরের কামড়ে নলদীর বিধান বিশ্বাস, আশিষ কুমার পোদ্দার, মিঠাপুরের আশিষ ভৌমিক ও ৮ বছরের শি*শু মারিয়া মারাত্মক জখম হয়। আহতদের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। পরে স্থানীয়রা দল বেধে তাড়া করে পা’গলা কুকুরটিকে মেরে ফেলেছে।

Development by: webnewsdesign.com