চট্টগ্রামের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জোবাইদা স্বপ্না ওই এলাকার মোস্তাফিজুর নূরের মেয়ে। তিনি বিএফ শাহীন কলেজের ছাত্রী ছিলেন।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. শাহাদাত হোসেন জানান, বিকেলে নিজ ঘরে জোবাইদাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্বজনরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্বজনরা জানান, জোবাইদা পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছিলেন। এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন।
Development by: webnewsdesign.com