সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদের কাউকান্দি বাজার সংলগ্ন-পল্লী,সৌদি প্রবাসী হাফিজ উদ্দিনের বাড়িতে বুধবার ২৯ শে জানুয়ারি সন্ধা ৬টা ৫৫ মিনিটে আগুন লেগে ঘরের আসভাব পত্র সহ রান্না ঘড় আগুনে পুড়ে ভম্বিভুত হয়ে যায়।আনুমানিক এক লক্ষ টাকার মালামাল নষ্ট হয়।
গোটা এলাকায় আগুনের খবর শুনে চার দিক থেকে মানুষ এসে এই ভম্ভিবুত হয়ে যাওয়া বাড়িটিকে আগুনের কবল থেকে রক্ষা করেন।অনেকেই মনে করেছেন পল্লী বিদ্যুতের আগুন লেগেছে ওই বাড়িটিতে।এই খবর শুনে বাজারের স্থানীয় ব্যবসায়ীরা তাদের নিজ নিজ দোখানের মেইন সুইজ বন্ধ করে দেন।পল্লীবিদ্যুৎ অফিসে আগুন লেগে যাওয়ার খবরটি দিলে সাথা সাথে ওই এলাকার পল্লী বিদ্যুৎ লাইনের সংযোগটি বন্ধ করে দেয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখাযায়,ওই ঘড়ের লাখড়ির চুলা থেকে আগুল লেগে যায় পরে আগুনের গতিবেগ বাড়তে থাকে।এলাকাবাসীর সহযোগিতায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
Development by: webnewsdesign.com