ঢাকা নবনির্বাচিত কাউন্সিলর শওকত কারাগারে

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০ | ৪:৩২ অপরাহ্ণ

ঢাকা নবনির্বাচিত কাউন্সিলর শওকত কারাগারে
apps

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে পেটানোর অভিযোগের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় খিলগাঁও থানায় দায়ের করা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার হাসান চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর এবং ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে সোমবার খিলগাঁও থানায় একটি মামলা হয়। মামলা নম্বর-৭। মামলার এজাহার থেকে জানা যায়, সোমবার এসবির এক পরিদর্শককে (ইন্সপেক্টর) মারধর করেন তিনি। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, গ্রেফতার কাউন্সিলরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Development by: webnewsdesign.com