ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনা, আহত ২০

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | ৬:৫০ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনা, আহত ২০
apps

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রামের কুঞ্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরা বাজারে ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে স্টার লাইন পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে রাস্তায় উল্টে যায়। এ সময় বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়নামতি জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত একজনের মৃত্যু হয়।

Development by: webnewsdesign.com