ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে প্রচারণায় নেমেছেন সিলেট সিটি রপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।
রবিবার দুপুর ১২টায় ঢাকার আরামবাগে সিলেট মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী নিয়ে তিনি প্রচারণা চালান। ভোটারদের কাছে গিয়ে ফজলে নূর তাপসের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এছাড়াও শেখ ফজলে নূর তাপসের সাথে ঢাকার মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল এলকায়ও গণসংযোগে অংশ নেন। কয়েকটি পথসভায় বক্তব্যও রাখেন কামরান।
Development by: webnewsdesign.com