জীবাণুমুক্তকরনে স্বয়ংক্রিয় স্মার্ট রোবট ব্যবহার করা হচ্ছে মক্কা ও মদিনার মসজিদে

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | ২:৫১ অপরাহ্ণ

জীবাণুমুক্তকরনে স্বয়ংক্রিয় স্মার্ট রোবট ব্যবহার করা হচ্ছে মক্কা ও মদিনার মসজিদে
apps

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ জীবাণুমুক্ত করণে অত্যাধুনিক রোবটের সাহায্যে প্রতিদিন চার হাজার পাঁচশত লিটার সেনিটাইজার ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে জীবাণু মুক্তকরণে বাড়ানো হয় ব্যবহৃত রোবটের সংখ্যা।

পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের পরিবেশ সংরক্ষণ ও মহামারি নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক হাসান আল শুআইরি জানান, ‘পবিত্র দুই মসজিদ ও এর প্রাঙ্গণ জীবাণুমুক্তকরণে পরিচালনা পরিষদ সর্বাত্মকভাবে কাজ করছে। সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধমূল ব্যবস্থা বাস্তবায়নে সর্বাধিক গুরুত্বারোপ করা হচ্ছে।’সূত্র : আরব নিউজ

ওমরাহ পালনকারী ও নামাজ আদায়কারীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পরিবেশ তৈরিতে পরিচালনা পরিষদ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার ব্যবহার করছে।

আল শুআইরি আরো জানান, পরিবেশ সুরক্ষা ও জীবাণুমুক্তকরনে স্বয়ংক্রিয় স্মার্ট রোবট ব্যবহার করা হচ্ছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন রোবট ব্যবহারের ফলে করোনা মহামারিরোধে বেশ ভূমিকা পালন করছে। কোনো ধরনের সহায়তা ছাড়া একাধারে ৮ ঘণ্টা কাজ করতে পারে।

এছাড়া করোনারোধে সব পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়।

Development by: webnewsdesign.com