কাজিপুরে ওয়ার্ড আ.লীগ নেতার পদত্যাগ

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | ৭:৫২ অপরাহ্ণ

কাজিপুরে ওয়ার্ড আ.লীগ নেতার পদত্যাগ
apps

সিরাজগঞ্জের কাজিপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের পদ পদবী থেকে এরশাদ আলী নামের এক নেতা পদত্যাগ করেছেন। তিনি কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (২২ মে) দুপুরে উপজেলার চালিতাডাঙ্গা বাজার এলাকায় সাংবাদিকদের উপস্থিতিতে লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন। উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তিনি। স্থানীয় ভবানীপুর টেকনিক্যাল ইন্সটিটিউটের ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত।

এরশাদ আলী লিখিত পদত্যাগপত্রে বলেন, ‘আমি চালিতাডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমার অনিচ্ছায় আমাকে পদ দেয় আওয়ামী লীগ। তখনও চেষ্টা করেছি পদত্যাগের কিন্তু আওয়ামী লীগ নেতারা করতে দেয়নি। আওয়মী লীগের কোন নেতাকর্মীর সাথে যোগাযোগ নেই দীর্ঘদিন ধরে।’

তিনি বলেন, ‘আমি শিক্ষক হিসেবে জাতি গঠনে মনোনিবেশ করতে চাই। আমি কোন রাজনীতির সাথে জড়াতে চাইনা। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবর ডাকযোগে অব্যাহতিপত্র পাঠিয়েছি। আওয়ামী লীগের পদ-পদবী থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, কোনো ভয়-ভীতি ছাড়াই পদত্যাগ করেছি।’

এ বিষয়ে জানতে চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জু তরফদারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের মোবাইল ফোনে কল করলেও বন্ধ পাওয়া গেছে।

Development by: webnewsdesign.com