শাহজালাল বিমানবন্দরে সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, করোনাভাইরাস নেই

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৫৯ অপরাহ্ণ

শাহজালাল বিমানবন্দরে সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, করোনাভাইরাস নেই
apps

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিদেশফেরত সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। গত ২১ জানুয়ারি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারির পর এ পর্যন্ত ২১ হাজার ২২২ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

 

তবে কারও মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানান শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।

আজ সোমবার সকালে মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ প্রথম আলোকে বলেন, ৭ ফেব্রুয়ারি থেকে সব এয়ারলাইনসের যাত্রীদের ঢাকায় আসার পর বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হচ্ছে। তবে বিশেষ সতর্কতা জারির সময় কেবল চীন থেকে সরাসরি ফ্লাইটে আসা যাত্রীদের এই পরীক্ষা করা হতো। এ ছাড়া যাত্রীদের এয়ারক্রাফটের ভেতরে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে দেওয়া হয়।

 

এই কর্মকর্তা বলেন, এখন স্বাস্থ্য পরীক্ষার জন্য চাপ বেড়ে গেছে। ১৮ জন রোগীর জ্বর ছিল। একজনকে নিয়ে কিছুটা শঙ্কা থাকায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সব মিলিয়ে কারও মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি।

Development by: webnewsdesign.com