মালিতে সন্ত্রাসী হামলা, নিহত ১৯ সেনা

রবিবার, ২৬ জানুয়ারি ২০২০ | ৮:৪২ অপরাহ্ণ

মালিতে সন্ত্রাসী হামলা, নিহত ১৯ সেনা
apps

পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাদের হামলায় ১৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে আরো পাঁচ জন সেনা সদস্য আহতও হয়েছেন। আজ রবিবার সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সেন্ট্রাল মালির নিয়নো শহরের সোকলো গ্রামের কাছে একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসীরা হামলা চালায়। তারা আক্রমণ চালিয়ে ক্যাম্পের কিছু কাঠামো ধ্বংস করে। পরে খুব দ্রুত চলে যায়। তবে কারা হামলা চালিয়েছে সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

 

 

 

 

মালির সেনাবাহিনীর মুখপাত্র দিরান কোনে বলেন, হামলার পরই ক্যাম্পটি দখলে নেয় সেনাবাহিনী। পরে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের খোঁজে অনুসন্ধান চলছে। মালির সেনাবাহিনীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, একটি বিমান মোতায়েন করা হয়েছে পর্যবেক্ষণের জন্য।

মালিতে প্রায়ই এই ধরনের সন্ত্রাসী হামলা হয়। ২০১২ সালে দেশটির উত্তরাঞ্চলে বসবাসরত তুয়ারেগ বিদ্রোহীদের সমর্থনে ওই এলাকার নিয়ন্ত্রণ নেয় সন্ত্রাসীরা। মূলত এর পর থেকেই গোটা দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে ফ্রান্সের সহায়তায় মালির সেনাবাহিনী জঙ্গিদের কাছ থেকে হারানো শহরগুলো উদ্ধার করে নেয়। তবে এরপরও জঙ্গিদের হামলা কমেনি।

সূত্র: রয়টার্স।

Development by: webnewsdesign.com