মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধের কাজ শীঘ্রই শুরু হবে: জাহিদ ফারুক

রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ২:৪৬ অপরাহ্ণ

মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধের কাজ শীঘ্রই শুরু হবে: জাহিদ ফারুক
apps

মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধের ১ হাজার ২ কোটি টাকার কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

( ০৯ ফেব্রুয়ারী) রবিবার সকাল ১১ঘটিকায় মৌলভীবাজার পৌর শহর এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

 

 

 

 

মন্ত্রী বলেন, মৌলভীবাজারের এটি একটি বড় প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হলে এই শহরের লোকজন আর বন্যা কবলিত হবেন না। এ প্রকল্প সুষ্টুভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়ে বলেন, দেশের জন্য আমরা এ রকম অনেক বড় প্রকল্প হাতে নিয়েছি। এ প্রকল্প ও সুষ্ঠুভাবে কাজ শেষ করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার)সহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী, পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ প্রমুখ।

Development by: webnewsdesign.com