মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রী সেলসিয়াস 

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ২:৪০ অপরাহ্ণ

মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রী সেলসিয়াস 
apps
আবারও শীত জেঁকে বসেছে মৌলভীবাজারে।  মৌলভীবাজারে ৬.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের সাথে হিমেল হাওয়া বইতে থাকায় জেলায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, প্রতি বছর জানুয়ারি মাসের মধ্যভাগ থেকে মৌলভীবাজার অঞ্চলের তাপমাত্রা সাধারণত কমতে থাকে এবং ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহ পর্যন্ত তা বিরাজ করে। মেঘলা আকাশ ও ঘন কুয়াশা কেটে গেলে শীতের তীব্রতা বেড়ে যায়।
৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল রেকর্ড করা হয়েছিল ৬.৬ ডিগ্রী সেলসিয়াস। এ অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি শৈত প্রবাহ বইছে। আবহাওয়ার এ অবস্থা আরো কয়েক দিন বিরাজ করবে।
কন কনে শীত ও হিমেল হাওয়ার কারণে দিন ও রাতে খড়খুটো জ্বালিয়ে সাধারণ মানুষ শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের কারণে চা বাগান ও হাওর অঞ্চলের নিম্ন আয়ের মানুষ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

Development by: webnewsdesign.com