ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে কমপক্ষে ১০ জন তুষারপাতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ভারতীয় সেনা সদস্য রয়েছেন। এখনও একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে এক রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় ব্যাপক তুষারপাতে ৫৭ জন ইতিমধ্যে মারা গেছেন। তুষার সরিয়ে হাইওয়ে উন্মুক্ত করা সম্ভব হয়নি। বহু মানুষকে দুর্যোগের হাত থেকে রক্ষা করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে।
পাকিস্তান কাশ্মীরের এক কর্মকর্তা জানিয়েছেন, নীলুম উপত্যকায় ভারী তুষারপাত পাশাপাশি বৃষ্টির কারণে ধস নেমে গ্রামবাসীদের অনেকেই আটকা পড়েছেন। নিখোঁজ মানুষের সংখ্যাও কম নয়। এখনও উদ্ধারকাজ চলছে।
এদিকে, ইতিমধ্যে তিনজন ভারতীয় সেনাসদস্য তুষারপাতে নিহত হয়েছেন। খোঁজ নেই আরও একজনের। তারা সকলেই মাচিল সেক্টরে কর্মরত ছিলেন।
Development by: webnewsdesign.com