জানুয়ারীতে ৪৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার পুলিশ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৩:৩৩ অপরাহ্ণ

জানুয়ারীতে ৪৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার পুলিশ
apps

মৌলভীবাজার জেলায় গত জানুয়ারি মাসে অভিযান চালিয়ে ৪৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অভিযান চালিয়ে ৪ হাজার পিছের বেশী ইয়াবাসহ মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এ তথ্য নিশ্চিত করেন।

 

 

 

 

তিনি জানান, একটি গ্রাম থেকে দেশ, মাদকমুক্ত বাংলাদেশ। এই স্লোগান নিয়ে ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত ৪ হাজার ২৫০ পিছ ইয়াবা, ৪শত ২০ লিটার ৫০০ গ্রাম চোলাই মদ ও ৭ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। একই সাথে মাদক ব্যবসায় জড়িত ৪৯ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

তিনি জেলা পুলিশকে মাদক ও চোরাকারবারীদের তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।

Development by: webnewsdesign.com