গাজীপুরে শ্বাসরোধে সতীনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে নেত্রকোনার আটপাড়া, নওগাঁ, গাজীপুরের শ্রীপুর, বগুড়া আদমদীঘিতে চার লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর :
গাজীপুর : গাজীপুরে সোমবার দুপুরে এক রিকশা চালকের স্ত্রীকে টেলিফোনে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার ছোট স্ত্রীর বিরুদ্ধে। গাজীপুর মহানগরীর সদর থানার পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম (৩৫) শেরপুর সদর থানার দশানিবাজার এলাকার হাবিবুর রহমানের প্রথম স্ত্রী। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী সাথী আক্তারকে আটক করেছে পুলিশ।
গাজীপুর সদর থানার ওসি মো. আলমগীর ভুইয়া জানান, পারিবারিক কলহের জেরে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের গোয়াতলা পশ্চিম পাড়ায় শনিবার বিকালে খেলাধুলা করার সময় ইটের আঘাতে মোহাম্মদ কাওসার (১২) নামের এক শিশুর মৃতু্য হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াতলা পশ্চিমপাড়া গ্রামের সঞ্জু মিয়ার ছেলে সপ্তম শ্রেণির ছাত্র মোহাম্মদ কাওসার (১২) শনিবার বিকাল ৫টার দিকে এলাকার অন্যান্য বন্ধুদের নিয়ে মাঠে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে কাওসারের সাথে একই গ্রামের খেলু মিয়ার ছেলে অন্তরের (১২) কথা কাটাকাটি শুরু হয়। এ সময় হঠাৎ অন্তর খেলার মাঠে পাশে পড়ে থাকা ইট দিয়ে কাওসারের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। কাওসারের ডাক চিৎকারে আশপাশের লোকজন আহত অবস্থায় কাওসারকে উদ্ধার করে সেতুর বাজারের পলস্নী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যায়। রাত ৮টার দিকে কাওসারের অবস্থার অবনতি ঘটলে পরিবারের লোকজন তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় কাওসারকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। আহত কাওসারকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে জেলা শহরের বনুয়াপাড়া নামক স্থানে সে মৃতু্যর কোলে ঢলে পড়ে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী হোসেন বলেন, রোববার দুপুরে ময়নাতদন্তের পর শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
নওগাঁ : নওগাঁয় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাহমুদ হাসান মন্ডল (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার বিকাল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ সিও অফিসের পাশে চকবাড়িয়া সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এর আগে শনিবার রাত ৯টার দিকে শহরের চকবাড়িয়া মহলার দর্গাতলায় মোবাইলে লুডু খেলাকেন্দ্র করে নিহত মাহমুদ হাসানের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। নিহত মাহমুদ হাসান চকবাড়িয়া মহলার ওসমান আলী মন্ডলের ছেলে।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছ থেকে ফাঁসিতে ঝুলানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. হৃদয় (২৪) ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোড় (মুচাইরা পাথার) গ্রামের লাক মিয়ার ছেলে। সোমবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের ইবনেসিনা গ্রম্নপের প্রজেক্টের ভিতর কাঁঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাওনা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের ওই কর্মকর্তা জানান, ভুতুলিয়া গ্রামে ইবনেসিনা গ্রম্নপ জমি কিনে সীমানা প্রাচীর নির্মাণ করে বিভিন্ন ফলদ গাছ রোপণ করে রাখছেন। স্থানীয়রা ওই সীমানা প্রাচীরের ভিতর গরু চড়াতে গেলে কাঁঠাল গাছে ফাঁসিতে ঝুলানো যুবকের লাশ দেখেতে পায়। পরে তাদের মধ্যে থেকে একজন স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। যুবকটি আত্মহত্যা করেছে নাকি হত্যা করে কেউ লাশ গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আদমদীঘি (বগুড়া) : বগুড়া আদমদীঘিতে মনোয়ার হোসেন (৩৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বড়আখিড়া নিমতলা নুর ইসলামের চাতালের পাশে একটি পরিত্যক্ত টয়লেটের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে। মনোয়ার হোসেন আদমদীঘির জাহানা বাজ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Development by: webnewsdesign.com