স্কুলছাত্রীদের মানববন্ধনে ‘ছাত্রলীগ নেতার’ বর্বরতা

শনিবার, ২৫ জানুয়ারি ২০২০ | ৭:৩৬ অপরাহ্ণ

স্কুলছাত্রীদের মানববন্ধনে ‘ছাত্রলীগ নেতার’ বর্বরতা
apps

দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন স্কুলটির শিক্ষার্থীরা শনিবার বিকেলে শান্তিপূর্ণ এই কর্মসূচি দমন করতে গিয়ে ছাত্রীদের উপর বর্বর আচরণ করলেন মো. রিপন নামের এক যুবক।

অভিযুক্ত মো. রিপন নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দেন। তিনি বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের অনুসারী হিসেবে পরিচিত।

 

 

 

এর আগে গত ২০ জানুয়ারি দৌলতপুর উচ্চ বিদ্যালয় যাত্রী ছাউনীর সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সালমা সিদ্দিকা রুপা নামে স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী গুরুত্বর আহত হয়।

এ ঘটনার পর দুর্ঘটনা এড়াতে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে শনিবার বিকেলে মানববন্ধনের ডাক দেয় শিক্ষার্থীরা।

 

 

 

 

সরেজমিন দেখা যায়, মানবন্ধনের জন্য ছাত্র-ছাত্রীরা রাস্তায় পাশে দাঁড়ানোর কিছু সময় পর পুলিশ তাদেরকে সরে যেতে অনুরোধ করে। একপর্যায়ে দলবল নিয়ে ছাত্রলীগ নেতা রিপন ছাত্রীদের মারধর করে ও এক ছাত্রীর বুকে হাত দেয়। এ সময় মুঠোফোনে ঘটনার ভিডিওচিত্র ধারণ করেন একুশে পত্রিকার আনোয়ারা প্রতিনিধি। বিষয়টি টের পেয়ে রিপন মুঠোফোন কেড়ে নিয়ে সব ভিডিও ডিলেট করে দেন।

শ্লীলতাহানির শিকার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী বলেন, আমাদের সহপাঠী দুর্ঘটনার শিকার হয়ে হাড় ভেড়েছে। আমরা আন্দোলন করছি, স্পিড ব্রেকার দেয়ার জন্য। রিপন নামের উপজেলা ছাত্রলীগের এক নেতা এসে আমাদেরকে তিনবার মেরেছে। আমার গায়ে হাত দিয়েছে। আমার বুকের মধ্যেও হাত দিয়েছে। তার কী অধিকার আছে মেয়েদের গায়ে হাত তোলার? আমার বিচার চাই।

কর্ণফুলী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। ছাত্রীদের শ্লীলতাহানির বিষয়ে কেউ আমাকে অভিযোগ করেনি। এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Development by: webnewsdesign.com