সিলেট প্রেসক্লাব’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের অভিনন্দন

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | ৬:০১ অপরাহ্ণ

সিলেট প্রেসক্লাব’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের অভিনন্দন
apps

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও কোষাধ্যক্ষ কাউসার চৌধুরীসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নির্বাচিত সাংবাদিক নেতাদের অভিনন্দন জানিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, সিলেট প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে সুষ্ঠু সাংবাদিকতা চর্চা আরো গতিশীল হবে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য, অগ্রগতি গণমাধ্যমে প্রকাশে সাংবাদিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী লীগের দায়িত্বশীল এ দু’নেতা সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাড়াও প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান ও সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, সহ সাধারণ সম্পাদক আহমেদ সেলিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবীর আহমদ, সদস্য পদে আশকার আমীন লস্কর রাব্বী, এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাকের প্রতিও অভিনন্দন জানান।

অপর বার্তায় কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন এফবিসিসিআই এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার শিপার আহমদ। তাদের নেতৃত্বে সিলেট প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল হবে বলে উল্লেখ করেন তিনি।
সিলেট চেম্বার: সিলেট প্রেসক্লাবের ২০২০-২০২১ সাল মেয়াদের সভাপতি পদে জনাব ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে জনাব আব্দুর রশিদ রেনু নির্বাচিত হওয়ায় তাদেরকে এবং নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় চেম্বার নেতৃবৃন্দ বলেন, সিলেট প্রেসক্লাব সিলেটের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের সদস্যগণ পাঠকগণের নিকট বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। চেম্বার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন কমিটির কর্মদক্ষতায় সিলেট প্রেসক্লাবের কার্যক্রমে আরো গতিশীল আসবে। সেই সাথে সাংবাদিকদের কল্যাণে নতুন কমিটি আরো কার্যকরি ভূমিকা পালনে সক্ষম হবে।

Development by: webnewsdesign.com