মুজিববর্ষ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৫৬ অপরাহ্ণ

মুজিববর্ষ
apps

মুজিববর্ষ

দুই হাজার বিশ সতেরো মার্চ

বঙ্গবন্ধুর শততম জন্মদিন

শুরু হবে ক্ষণ গণনা জানুয়ারিতে

‘মুজিববর্ষ’ পালন, চিন্তাহীন।

বিভাগ, জেলা, থানা, ওয়ার্ড পর্যায়ে

থাকবে ক্ষণ গণনার ঘড়ি

ডিসপেস্নতে জাতির পিতার ডকুমেন্টারি

দেখবে জাতি ধৈর্য ধরি।

পিতার কর্মময় জীবন, কারাভোগ, অবদান

নতুন প্রজন্মের হবে জানা

ইতিহাস আর পাল্টে যাবে না

যতই আসুক দুর্বৃত্তদের হানা।

বাংলাদেশেই নয় কেবল

বিশ্বজুড়ে থাকবে জন্মোৎসবের আয়োজন

 

ইউনেস্কো যুক্ত হবে প্রচারণায়

জানবে পিতাকে আন্তর্জাতিক অঙ্গন।

দেখবে বিশ্ব অবাক চোখে

তারই কন্যা মানবতার জননী, উন্নয়নের রূপকার,

মধ্য আয়ের দেশ বাংলা

বিশ্বের সেরা প্রধানমন্ত্রী, অর্জন শত পুরস্কার।

যোগ্য পিতার যোগ্য কন্যা

পদ্মা সেতু, কর্ণফুলি সুড়ঙ পথ

মেট্রোরেল চলবে ঢাকায়

যানজট আর থাকবে না, ফ্লাইওভারে চলবে রথ।

Development by: webnewsdesign.com