জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে দিনাজপুরের হিলিতে মেয়র কাপ (দ্বৈত)ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আশরাফুল দলকে ২-১ গেমস্ এ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাজিব দত্ত দল।
সোমবার রাত ৮ টায় হাকিমপুর (হিলি) পৌর সভার আয়োজনে সিপি রোড নবারুন পাঠাগার ক্লাবে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, হাকিমপুর সার্কেল এ এস পি আখিউল ইসলাম, হিলি কাস্টমস সহকারী কমিশনার আব্দুল হান্নান, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন প্রমুখ। ব্যাটমিন্টন টুর্নামেন্ট খেলায় ৩২ টি টিম অংশ গ্রহন করেন।
Development by: webnewsdesign.com