শাহ আমানতে পৌনে ১১ লাখ টাকার সিগারেট জব্দ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ৩:৩৬ অপরাহ্ণ

শাহ আমানতে পৌনে ১১ লাখ টাকার সিগারেট জব্দ
apps

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) শারজাহ থেকে আসা ফটিকছড়ির মো. নেজাম উদ্দিন, লোহাগাড়ার মো. মামুনুর রশিদ ও চন্দনাইশের মোহাম্মদ হাসানের ব্যাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য পৌনে ১১ লাখ টাকা।

 

 

 

বিমানবন্দর সূত্র জানায়, এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের কয়েকজন যাত্রীর কাছে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম শারজাহ থেকে আসা যাত্রীদের ওপর নজরদারি বৃদ্ধি করে। রাত পৌনে ১০টার পর তিন যাত্রীর ব্যাগেজ থেকে ১৩৫, ১৩১ ও ২৭০ কার্টন ডানহিল, ৩০৩ ও ৫৫৫ ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে সূত্র জানায়।

Development by: webnewsdesign.com