ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে বিভাগের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. আনওয়ারুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন।
আরো উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন, অধ্যাপক ড. আবু বকর মো. জাকারিয়া মজুমদার, সহকারী অধ্যাপক ড. হামিদা খাতুন ও সহকারী অধ্যাপক আলতাফ হোসাইন। এছাড়াও বিভাগের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীনদের মধ্যে বক্তব্য রাখেন মারজান ও সুমাইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের স্নাতোকোত্তর শ্রেণির শিক্ষার্থী ইলিয়াস আলমগীর।
অনুষ্ঠান নবীনদের উদ্দেশ্যে ড. হালিমা বলেন, ‘অনেক শিক্ষার্থীদের সাথে প্রতিদ্বন্দীতার পর তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। বিশ্ববিদ্যালয় জীবন গড়ার অন্যতম সময়। তোমরা বিজয়ের দারপ্রান্তে চলে এসেছ। তোমরা জীবনের লক্ষ্য স্থির করে এগিয়ে যাও। কখনো হতাশায় ভুগবে না। তাহলে তোমাদের বিজয় নিশ্চিত।
Development by: webnewsdesign.com