সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন গ্রামের ৩০টি দরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি আলহাজ সালেহ আহমদ চৌধুরী আলফু এর সভাপতিত্বে এবং মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও শিক্ষক নোমান আহমদ সাদি এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ইউকে’র চীফ চ্যারেটি কো-অর্ডিনেটর মনছব আলী জেপি, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, গ্রেটার সিলেট ইউকে’র ক্রীড়া সম্পাদক আবদুল মালিক কুঠি, ফাউন্ডার ট্রাস্টি জামাল উদ্দিন রাজা ও ট্রাস্টের ট্রেজারার মোঃ শাহজাহান মিয়া।
বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম বেগ, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শংকর রায়, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, শাহপরান মডেল স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, কেএম জামাল, সিলেট ইয়াং স্টার এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাহির প্রমূখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুবাশি^র আহমদ সুবেল ও ইসলামী সংগীত পরিবেশন করেন ছাত্র আফজাল হোসেন। এ সময় আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, আলী আছগর ইমন, আলী হোসেন খান সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সুবিধা ভোগীদের মধ্যে নলকূপ বিতরণ করা হয়। এতে সার্বিক ভাবে সহযোগিতা করেন লায়েক আহমদ, হাফিজ মুবাশি^র আহমদ সুবেল ও রুবেল আহমদ।
Development by: webnewsdesign.com