বাগেরহাটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবীতে আইইবির মানববন্ধন

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৪:০০ অপরাহ্ণ

বাগেরহাটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবীতে আইইবির মানববন্ধন
apps

বাগেরহাটে জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) এর বাগেরহাট উপকেন্দ্রের আয়োজনে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো: শরিফুজ্জামান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: ফরিদ উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ান্ত মল্লিক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফতেহ আজম খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে পরিবীক্ষণ ও মূল্যায়নের জন্য একটি টেকসই, সুদৃঢ় পরিপূর্ণ ও গ্রহনযোগ্য ব্যবস্থা বিদ্যমান রয়েছে, যার কারণে প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া চালু সম্পুর্ণ অপ্রয়োজনীয় এবং বাহুল্য। এই প্রক্রিয়া চালু হলে একদিকে যেমন অযথা সময়ক্ষেপন হবে অন্যদিকে পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়ায় দ্বৈততাসহ প্রশাসনিক কাজে শৃঙ্খলা বিঘ্নিত হবে।

 

Development by: webnewsdesign.com