বিরল প্রজাতির নেপালি ঈগল উদ্ধার

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ৬:১২ অপরাহ্ণ

বিরল প্রজাতির নেপালি ঈগল উদ্ধার
apps

পঞ্চগড়ে বিরল প্রজাতির একটি নেপালি ঈগল উদ্ধার করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বোদা উপজেলার ধ্যানগ্রামে ঈগলটিকে আটকে রাখে স্থানীয়রা। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঈগলটিকে উদ্ধার করে বোদা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসা শেষে ঈগলটিকে আটোয়ারী উপজেলার বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবার বাসায় রাখা হয়েছে। পুরো সুস্থ হলে ঈগলটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। বনবিভাগ দেবীগঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ঈগলটি খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল।

 

 

 

 

 

 

 

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “ঈগলটির ইংরেজী নাম স্টেপি। এটি বিরল ও বিপন্ন প্রজাতির একটি ঈগল। বাংলাদেশে নেপালি ঈগল নামে পরিচিতি পেলেও, ভারত, ভুটানসহ অন্যান্য দেশেও দেখা মেলে এই প্রজাতির পাখিদের।”

তিনি আরও জানান, “ঈগলটি বনবিভাগের পর্যবেক্ষণে রয়েছে। পুরোপুরি সুস্থ হলে অবমুক্ত করা হবে।”

Development by: webnewsdesign.com