শীতকালের বিয়ের উপকারিতা

বুধবার, ১১ নভেম্বর ২০২০ | ৩:৪৪ অপরাহ্ণ

শীতকালের বিয়ের উপকারিতা
apps

পুরুষদের একটা ধারনা আছে বিয়ে করলেই জীবনেরসব সুখ শেষ ৷ কিন্তু পরিসংখ্যান অনুযায়ী বিয়ের মাধ্যমে বিবাহিত পুরুষেরা শুধু দীর্ঘজীবীই হন না, তাঁরা সুস্বাস্থ্যের অধিকারী এবং সুখীও হন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী একা এবং অবিবাহিত পুরুষের তুলনায় বিবাহিত পুরুষের আয়ু অনেক বেশি৷ যে সব পুরুষ প্রেম করেন এবং বিয়েটাকে ক্রমশ পিছনে ঠেলতে থাকেন তাঁরা যে খুব নিশ্চিন্ত জীবন কাটান তা নয়৷ কারণ, অবিবাহিত প্রেমের মধ্যে নানা ধরনের চিন্তা এবং চাপ জড়িত৷ অনেক কিছুই করতে হয় অনিশ্চিত ভবিষ্যৎ মাথায় রেখে৷ এর মধ্যে শারীরিক সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। সমীক্ষা করে দেখা গিয়েছে, শতকরা ৯৪ জন দম্পতি জানিয়েছেন, বিয়ের পর তাঁরা অনেক নিশ্চিন্ত৷ আরও বিস্ময়ের এই সব দম্পতিরাই যখন বাবা-মা হন, তখন তাঁদের জীবন আরও বেশি নিশ্চিন্ত হয়ে ওঠে৷ এমন বাবা-মা হওয়া শতকরা ৫৭ জন জানিয়েছেন, শুধু বিয়ের পরই নয়, বাবা-মা হয়ে যাওয়ার পরে তাঁদের যৌন-জীবন এখন অনেক বেশি মধুর৷ তাঁরা বিয়ের আগেকার দিনগুলো ভুলতে চান৷

আরেকটি সমীক্ষায় দেখা যায়, বিশেষ করে পুরুষদের স্বাস্থ্য এবং জীবনের ওপর বিয়ের প্রভাব প্রায় সিগারেট ছেড়ে দেওয়ার মতোই৷ সিগারেট খেলে যে কোনও পুরুষের আয়ু গড়ে সাত বছর কমে যায়, সেই পুরুষ বিয়ে করলে তার জীবনের সঙ্গে যোগ হয় বাড়তি সাত বছর৷ আর নারীদের ক্ষেত্রে আয়ু বেড়ে যায়তিন বছর৷

Development by: webnewsdesign.com